Daily Prothom Barta - Menu
ফেন্সিডিল দিতে এসে ডিবি হাতে ধরা পড়ল নারীসহ ৪ মাদক বিক্রিতা
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এক নারীসহ চার মাদক বিক্রিতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ ।এর সকাল ৭ টার দিকে মহানগর সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড় এস .আর ফার্নিচার দোকানের সামনে থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।জব্দ করা হয় মাদক বহনকারী একটি মাইক্রোবাস ।
গ্রেফতারকৃতরা হলেন , মো:মাছদ্দর আলী (৪০) সিলেট কোতয়ালী থানা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ,মিজানুর রমান (৩০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার এলাকার নিয়ামত আলীর ছেলে ,মো: আব্দুল্লাহ(৩৪) একই থানা এলাকার মৃত.ফজর আলীর ছেলে ও মোসাম্মদ সুমি আক্তার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাগলা বাড়ি এলাকার চান বাদশার স্ত্রী।
ডিবির উপপরির্দশ মো: সেলিম মাহবুব জানান,কৌশলে ক্রেতা সেজে মাদকের মাদকের অর্ডার করা হলে মাদক বিক্রিতারা শর্তমতে রোববার সকালে মাইক্রেবাসে করে মাদক নিয়ে আসলে । মহানগর সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড় এস .আর ফার্নিচার দোকানের সামনে ।সেখান থেকে তাদের গ্রেফতার করা হয় ।উদ্ধার করা হতয় ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল ।জব্দ করা হয়েছে ঢাকা মেট্রো-চ- ১৫-০৭২৬।তােেদর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হয়েছে ।