Daily Prothom Barta - Menu
ফেরী করে মাদক বিক্রি করাকালে ভাই বোনসহ গ্রেফতার ৩ :হাজার পিছ ইয়াবা উদ্ধার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।এসময় গোয়েন্দা ডিবি পুলিশে উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে ।
রোববার দুপুরে তাদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে ।এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার কাশিপুর দেওয়ান বাড়িরসামনে নাহার ফুডদোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় ।এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: কবির আদম (৩৫)কাশিপুর হাটখোলা এলাকার মো: মোহর চানের ছেলে , মো: দুলাল হোসেন (২৭) ও তার বোনমোসা: রিমি (৩০) একই থানার মধ্য নসিংপুর এলাকার মো: আব্দুল আজিজের ছেলে ও মেয়ে ।
ডিবি উপ-পরির্দশক (এস আই) কামরুজ্জামান জানান, গোপন সংবাদেও ভিত্তিতে জানা যায় জেলার কাশিপুর দেওয়ান বাড়িরসামনে নাহার ফুড দোকানের সামনে দাড়িয়ে ফেরী মাদক বেচা কিনা হচ্ছে ।এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো: কবির আদম ,মো:দুলাল হোসেন ও মোসা: রিমিকে গ্রেফতার করা হয় ।এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার হয় ।