Daily Prothom Barta - Menu
বউয়ের অনুমতি পেলেন শাহরুখ
যে পুরুষের ক্ষমতায় দুনিয়া কেঁপেছে সেই পুরুষ স্ত্রী বা প্রেমিকার কাছে চুপসে থেকেছেন। রাজা বাদশাহদের ইতিহাস ঘাঁটলে এমন অনেক নজিরই পাওয়া যায়। বলিউড বাদশাহ শাহরুখ খানও ব্যতিক্রম নন। তার ভক্ত জগতময়, কিন্তু তিনি নিজে স্ত্রী গৌরি খানের ভক্ত।
সব কাজেই স্ত্রীকে পাশে চান তিনি। স্ত্রীর কাছ থেকে নেন অনুপ্রেরণা। এবার জানালেন, স্ত্রীর অনুমতিও পেয়েছেন তিনি সেলফি শেয়ার করার ক্ষেত্রে।
বর্তমানে সপরিবারে ইউরোপে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। তাদের অবকাশযাপনের ছবি প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ছে অন্তর্জাল দুনিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সেগুলো।
তেমনি একটি ছবি রোববার (০৮ জুলাই) দুপুরে শেয়ার করেছেন তিনি। সেখানে স্ত্রী গৌরি খানের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এত বছর পর আমার বউ সেলফি শেয়ার করা অনুমতি দিলো।’
শাহরুখ আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শুটিং থেকে বিরতি নিয়ে ইউরোপ ট্যুরে গিয়েছেন। সঙ্গে আছে তার দুই পুত্র ও এক কন্যাও। এখন তারা বার্সেলোনায় রয়েছেন। সেখান থেকে যাবেন প্যারিসে।