Daily Prothom Barta - Menu
বকেয়া বেতন না দিয়ে পালানোর সময় বন্দরে গার্মেন্ট মালিক অবরুদ্ধ
বন্দর প্রতিনিধি : বন্দরের কামতাল এলাকায় অবস্থিত টোটাল ফ্যাশন গার্মেন্টের ১২ শ্রমিকের ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে পালানোর সময় মালিককে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। মঙ্গলবার বিকাল থেকে গার্মেন্ট মালিক হাসিবউদ্দিনকে অফিস কক্ষে আটক রাখা হয়েছে।
শ্রমিকরা জানান, ১২ শত শ্রমিকের দুই মাসের বকেয়া বেতন রয়েছে। স্টাফদের বকেয়া রয়েছে পাঁচ মাসের। গতকাল মঙ্গলবার শ্রমিকদের শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে মালিক পক্ষ সময় বেধে দিয়েছেন। পরে মালিকপক্ষ ১০ ট্রাক ভর্তি করে মালামাল নিয়ে পালিয়ে যাইতে চাইলে শ্রমিকরা বাধা দেয়। মালিকপক্ষ যে কোন সময় গার্মেন্ট বন্ধ করে চলে যাবেন। এ আশঙ্কায় শ্রমিক গার্মেন্টের অফিস কক্ষ তালা লাগিয়ে ব্যবস্থাপনা পরিচালক হাসিব উদ্দিন ও ব্যবস্থাপক কবিরুলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
অপারেটর শ্রমিক কুলসুম বেগম বলেন, আজ দুইমাসের বেতন দেয়ার প্রস্তুশ্রুতি দিয়েছিলেন মালিক হাসিবউদ্দিন। কিন্তু তারা কোন বেতন না দিয়ে সকল মালামাল নিয়ে পালানোর চেষ্টা করেছে।
স্থানীয় শ্রমিক তাওলাদ বলেন, গত দুই মাস বেতন না দেওয়ায় ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। এমনকি প্রতিষ্ঠান যে কোনো সময় বিক্রি করে দেয়ার পায়তারা করছে মালিক পক্ষ । তাই আমরা মালিককে অবরুদ্ধ করে রাখেছি।
এ বিষয়ে মালিক হাসিব উদ্দিন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন আগামী পাঁচ সাত দিনের মধ্যে পরিশোধ করা হবে। বেতরে অসুস্থ। সেলাইন পুশ করা হয়েছে। এ রিপোর্ট লেখা ৯ টা পর্যন্ত মালিক অবরুদ্ধ রয়েছে।