Daily Prothom Barta - Menu
বন্দরের ধামগড় ইউপি’র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন
গতকাল শনিবার সকাল ৯টায় ধামগড় ইউপি’র দশদোনা-হালুয়াপাড়ায় অবস্থিত শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে অত্র ধামগড় ইউপি’র ১ ও ২নং ওয়ার্ডের প্রায় ৪ হাজারের অধিক ব্যক্তিকে জাতীয়তা চিহ্নিতকরণের প্রধান ধারক হিসেবে পরিচিত স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। এসময় ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. একে লুৎফুল কবির, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, অত্র ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ৪নং ওয়ার্ড মেম্বার নবীর হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ১নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকার ও নজরুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, গোলজার হোসেন, নবী দেওয়ান, মোশাররফ, রাসেল, বিল্লাল, কামাল হোসেন, আ’লীগ নেতা নাসির উদ্দিন, সাদেক ভূঁইয়া সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও অত্র ইউপি’র বিভিন্ন জনসাধারণ অংশ নেন। কিন্তু প্রচন্ড রোদে ৪-৫ ঘন্টা লাইনে দাড়িয়ে দীর্ঘ প্রক্রিয়া মেনে কার্ড পাবার বিষয়টি জনপ্রতিনিধি সহ জনগনকে যথেষ্ট পীড়া দিয়েছে এবং এ নিয়ে সমগ্র দিন কার্ড বিতরণস্থলে চরম অসন্তোষ বিরাজ করেছে বলে সরেজমিনে দেখতে পাওয়া গেছে।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, লোকবল যথেষ্ঠ ছিল। বৃষ্টির কারণে জনগণের কষ্ট হয়েছে এবং কাজের স্বাভাবিক গতিতে শৃঙ্খলা নষ্ট হয়ে কাজের গতি মন্থর হয়ে গিয়েছে। জনসাধারণের কষ্টের কথা মাথায় রেখে অত্র স্কুলে কার্ড বিতরণ কার্যক্রম আরও একদিন বাড়ানো হয়েছে।#