Daily Prothom Barta - Menu
বন্দরে অবৈধ চোরাই তেল টাকায় হল বৈধ চোর হল সাধু
বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে কলাগাছিয়া ইউনিয়নের রোমান হত্যা মামলার আসামী সন্ত্রাসী সিফাত সরদারকে চোরাই তেলসহ আটক করে এলাকাবাসী। গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে খানবাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে ১৬ ব্যারেল তেল রাখতে দেখে এলাকাবাসী সন্দেহ হলে পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ও বিশেষ পেশার ব্যাক্তির সমঝোতা বানিজ্যের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকার সচেতন ব্যাক্তিদের মনেও বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসি তথ্যসুত্রে জানা যায়,গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ খাঁনবাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদারবাড়ি এলাকার মুহিদ সরদারের চিহিৃত সন্ত্রাস ছেলে ও রোমান হত্যা মামলার আসামী সিফাত সরদার ১৬ ব্যারেল চোরাই তেল রাখতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক চোরাইতেলসহ আটক করে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী চোরাই তেলসহ সন্ত্রাসী সিফাত সরদারকে আটক করে। পরে নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের ভাগিনা ছাত্রলীগ নেতা অনিক তালুদার অপু ও ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনের ভাই পাভেলসহ কতিপয় বিশেষ পেশার ব্যক্তিরা এসে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে একটি অফিসে বসে ৭০হাজার টাকায় সমঝোতা করেন। এরমধ্যে এসআই সাইফুলকে ৫০হাজার টাকা ও বিশেষ ব্যাক্তিদের ২০ হাজার টাকা দিয়ে সমাধান করেন। পরে সন্ত্রাসী সিফাত সরদারসহ চোরাই ১৬ ব্যারেল তেল অন্যত্র সরিয়ে দেয়। এ সময় চোরাই তেলসহ আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ব্যাপারে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। আটককৃত সয়াবিন তেলের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়।