Daily Prothom Barta - Menu
বন্দরে ইউপি সদস্য শাকিল ও তার তিনসহযোগি ফেন্সিডিলসহ গ্রেফতার
শহর নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হল , শাকিল পারভেজ ওরফে রনি (৪০) বন্দর মদনপুর সাহেব বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে ।বর্তমানে সে ১নং ওয়ার্ডের মেম্বার,রুবেল (২৮)কুমিল্লা জেলার গোবিন্দপুর এলাকার আবুল মিয়ার ছেলে ।বর্তমানে ফতুল্লা শহীদনগর এলাকায় বসবাস করে ,মুজাহিদ মোল্লা (২৬) ফতুল্লা শহীদনগর এলাকার গাজী মোল্লার ছেলে ও ইসমাল (৩৩)একই এলাকার মঞ্জু ভ’ইয়ার ছেলে ।
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য শাকিল পারভেজ রনি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।তাদের নিয়মিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি জানান ,শাকিল পারভেজ রনি বন্দরের উত্তরাঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি। সে গত ৯ মার্চ ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।কিন্তু একজন জনপ্রতিনিধি হয়েও তার পুরোনো মাদক ব্যবসা ছাড়তে পারেনি।ফলশ্রুতিতে মাদকসহ গ্রেফতার হয় সে।তাকে গ্রেফতারের ফলে মদনপুর এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।