Daily Prothom Barta - Menu
বন্দরে ইয়াবাসহ পিতাওপুত্র গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকা থেকে মাদক বিক্রি করার অপরাধে পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ ।
সোমবার দুপরে তাদের আদালতে পাঠানো হয়েছে ।এর আগে রবিবার সকাল ৯টায় নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের হেফাজত থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হল, জাহের বেপারি ও তার ছেলে সেলিম বেপারী তারা নবীগঞ্জ এলাকার বাসিন্দা ।
এ ব্যাপারে থানার উপ- পরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
জানাগেছে রোববার ১৯ মে সকাল ৯টায় বন্দর থানার এসআই আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নবীগঞ্জ কপিলের মোড়স্থ কদম রসুল কমিউনিটি সেন্টারের সামনে মাদকাভিযান পরিচালনা কালে পিতা-পুত্র মাদক কারবারি জাহের ও সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃতদের কাছে ৪০পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। রবিবার দুপুরেই মাদক মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।