Daily Prothom Barta - Menu
বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত
বন্দর প্রতিনিধি: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারের তরকারি বিক্রেতা জীবন দাস(৬০) নিহত হয়েছেন। নিহত জীবন দাস ২৫ নং ওয়ার্ড বন্দরের লক্ষণখোলা এলাকার মৃত মুক্তলাল দাসের ছেলে। বুধবার বিকেলে ঢাকেশ্বরী শ্মশানে জীবন দাসের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও তরকারি বিক্রেতা মাসুম মিয়া জানান, বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারে খুচরা মূল্যে তরকারি বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন জীবন। প্রতি দিনের মত তারা দু’জন মঙ্গলবার ভোর ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে পাইকারি কাঁচামাল কিনতে শহরের দ্বিগুবাবুর বাজার যাচ্ছিলেন। হাজীগঞ্জের কিল্লারপুল পাড় হয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌঁছা মাত্র মোটর সাইকেল আরোহী দুই ছিনতাই তাদের অটোরিকশার গতিরোধ করে এবং টাকা হাতিয়ে নিতে থাকে। তিনি টাকা দিয়ে দিলেও জীবন টাকা দিতে দেরি করায় ছিনতাইকারীরা তার পায়ে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার ভোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগির গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে