Daily Prothom Barta - Menu
বন্দরে ট্রাকের ধাক্কায় প্রান গেল চালকের : বেচে গেল তিন যাত্রী
বন্দর প্রতিনিধি: বন্দরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিক্সার আরো ৩ যাত্রী । স্থানীয় জনতা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টায় বন্দর উপজেলার ধামগড়ের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম দুখু মিয়া(৪৫)। তিনি বন্দরের বাঙাল বাড়ি এলাকার সদর আলীর ছেলে। আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ৩ যাত্রী নিয়ে মিশুক গাড়ীটি মদনগঞ্জ থেকে মদনপুর যাচ্ছিল। পথে বন্দরের রামনগর এলাকায় ইটখোলা ব্যবহৃত একটি ট্রাক( ঢাকা মেট্রো ন -২০৯৬- ৮৫) মিশুক গাড়ীটিকে সামনে দিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলে নিহত হয় ।আহত হয় আরো ৩ যাত্রী ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মিশুক চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে । চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।