Daily Prothom Barta - Menu
বন্দরে দুই স্কুল ছাত্রী অপহরন গ্রেফতার-২
বন্দরে দুই স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় অপহরনকারী মঈনুল(২৫) ও রিয়াদ (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বন্দর একরামপুর সিএসডি গেট এলাকা থেকে অপহরন করে নারায়ণগঞ্জ ফতুলা নিলে পুলিশ ফতুল্লা থেকে স্কুল ছাত্রীদের উদ্ধার করে অপহরনকারীদের গ্রেফতার করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করে।
বন্দর থানার এস আই হামিদুল ইসলাম জানান, একরামপুর এলাকার রতন মিয়ার মেয়ে শ্রাবন্তী ও একই এলাকার বাদল মিয়ার মেয়ে পুষপ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে সিএসডি গেটের সামনে এলে অপহরনকারী মঈনুল ও রিয়াদ মিথ্যে প্রলভোন দেখিয়ে তাদের নিয়ে যায়। স্কুল ছাত্রীর ভাই সংবাদ পেয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশি প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় ও অপহরনকারীদের গ্রেফতার করতে সক্ষম হই। অপহরনকারী দুই জনকে অপহরন মামলায় আদালতে প্রেরন করে বন্দর থানা পুলিশ।#