Daily Prothom Barta - Menu
বন্দরে নারী কাউন্সিলরকে মারধরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বন্দর প্রতিনিধি
বন্দরে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদকারী নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মদনপুর –মদনগঞ্জ সড়কের বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে গাজীউর রহমান গাজী , মাজেদা বেগম , নিশাত আক্তার, জুলেখা বেগম মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন । নারী কাউন্সিলর সানিয়া সাউদকে শারীরিক হেনস্থাকারী ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। এলাকাবাসী জানান টিসিবি পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধর করে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও তার লোকজন। এ ব্যাপারে বন্দর থানায় মামলা করেন নিযাতনের শিকার নারী কাউন্সিলর। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। এ সময় নারী কাউন্সিলরকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।