Daily Prothom Barta - Menu
বন্দরে নিখোঁজের দুইদিন পর ধঞ্চে ক্ষেতে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজে দুইদিন পর অনিক(২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উত্তর সাবদি এলাকায় মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত অনিক নাসির সেলসারদি গোসাইবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজন ধঞ্চে ক্ষেতে লাশ দেখে বন্দর থানা পুলিশকে অবহিত করলে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
মদনগঞ্জ ফাঁড়ির এস আই মোমেন জানান, গত ২৫ সেপ্টম্বর পাশ্ববর্তী সেলসারদি গ্রামের মাদকাসক্ত অনিক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। দুইদিন পর শুক্রবার সকালে উত্তর সাবদি এলাকার আবুল হোসেনের প্লটের দক্ষিণ পার্শ্বে মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় জানালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয় ।
তবে স্থানীয় লোকজনের ভাষ্যমতে ভিকটিম একজন নিয়মিত মাদক সেবনকারী ছিলেন। ঘটনাস্থল নির্জন জায়গা হওয়ায় ভিকটিম অনিক মাদক সেবন করতে গেলে মৃগী রোগ থাকায় পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম