Daily Prothom Barta - Menu
বন্দরে নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামীলীগের মধ্যে উত্তেজনা
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
বন্দর প্রতিনিধি : বন্দরে নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী কাজের নিয়ন্ত্রন নিয়ে জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আঙ্গুর গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে । তবে এ ঘটনায় কোন পক্ষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ আকিজ স্ট্যান্ডের সামনে এ উত্তেজনার ঘটনাটি। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা এসআই ফয়েজসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উভয় গ্রুপ গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর ও ২৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান কমল দীর্ঘ দিন ধরে বন্দরে আকিজ গ্রুপে ঠিকাদারি কাজ করে আসছে। এ সুবাদে জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর নবীগঞ্জ বাগবাড়ীস্থ নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী বাউন্ডারি দেয়াল নির্মানের কাজ পায়। আকিজ গ্রুপের কাজ পাওয়াকে কেন্দ্র করে বৃহস্পিতবার বেলা ১১টায় কবিলেরমোড় এলাকার মোসাদেক রহমান আঙ্গুরের নেতৃত্বে অজ্ঞাত নামা ৩০/৪০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল আকিজ গ্রুপের নির্মানধীন সাইটে প্রবেশ করে দেয়াল নির্মান কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে সেখানে ঘটে চরম উত্তেজনা।
এ ব্যাপারে আকিজ গ্রুপের এডমিন আলামিন মোল্লা জানান, আকিজ গ্রুপে কাজ দাবি নিয়ে তারা এখানে এসে ছিল। নির্মানাধীন সাইডে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোসাদেক হোসেন আঙ্গুর জানান, নবীগঞ্জ বাগবাড়ীস্থ নির্মানাধীন আকিজ ফিট ফ্যাক্টরী সামনে বাগবাড়ী যুব সমাজের একটি কার্যলয়ে নির্মান করার জন্য আমারা সেখানে গিয়ে ছিলাম। সেখানে আমাদের উপস্থিতি দেখে বন্দরে কিছু বখাটে ছেলে আমাদের উপর চড়াও হয়।
এ ঘটনায় জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না। পরে এসে জানতে পেরেছি আমার কাজ কে বা কারা বন্ধ করে দিয়েছে।