Daily Prothom Barta - Menu
বন্দর একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে ডিজিটাল মেশিনে পুঁশ করে তাদের হাজিরা নিশ্চিত করতে হবে। আজ (৪ জুলাই) সকাল ১১টায় নাসিক ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল হাজিরা মেশিনের শুভ উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিন্টু বেপারী বলেন, এই বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনার মধ্যে দিয়ে আরও একধাপ এগিয়ে গেল এ বিদ্যালয়টি। ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে খুব সহজেই জানা যাবে শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিতির নির্ধারিত সময়সূচি। পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরও এই ডিজিটাল হাজিরা মেশিনের আওতায় আনা হবে। জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম ও নাসিক ২২,২৩,২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন সহ অভিভাবকবৃন্দ। #