Daily Prothom Barta - Menu
বিয়াইনে সঙ্গে প্রেম, বড় ভাইয়ের মারধরে কিশোরের আত্নহত্যা
বন্দর প্রতিনিধি : বন্দরে বিয়াইনের প্রেমের করার অপরাধে বড় ভাইয়ের মারধরের পর সুমন(১৬) নামে এক কিশোর আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকালে লাঙ্গলবন্দ নগর এলাকার প্রতিবেশী কবির হোসেনের টিনের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন পিচকামতাল গ্রামের মৃত ওমর মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সুমন তার বড় ভাই শাহজাহান মিয়ার শালী তানজিলা’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে । প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার বিকালে নিহত সুমনকে তার বড় ভাই শাহজাহান, কবির, সুজন ও মাসুম সহ কয়েকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মঙ্গলবার রাতেই কোনো এক সময়ে কবিরের বাড়ির টিনের জানালা ভেঙ্গে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁসি আত্নহত্যা করে। বুধবার সকালে ঘরে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
বন্দর থানার এসআই মো. মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।