Daily Prothom Barta - Menu
বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রী কে ধর্ষন; অতপর মামলা
সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত • নারী ও শিশু ||
Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রী কে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রী বাদী হয়ে প্রতারক প্রেমিক ধর্ষক তামিম (২০) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেছে।
মামলা উল্লেখ্য করা হয়,ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পরিবারের সাথে ফতুল্লার ভূইগড়ে ভাড়া বাসায় বসবাস করে নারায়নগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করে আসছিলো।
অভিযুক্ত আসামী একই এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলো। কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত আসামী প্রায় সময় বাদীকে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। বাদী কে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারিরীক সম্পর্কে লিপ্ত হতো। বিয়ে করার কথা বললে শুধু সময় কালক্ষেপন করতো। সর্বশেষ২৭ এপ্রিল বাদীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর দুইটার দিকে অভিযুক্ত আসামী বাদীর বাসায় যায়৷ কথা বলার এক পর্যায়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোড় পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে বাদী বিয়ের কথা বললে অভিযুক্ত আসামী বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জুয়েল জানান,মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম