Daily Prothom Barta - Menu
বিশ্বজয়ীদের বরণ করে নিচ্ছে ফ্রান্স
বিশ্বকাপ খেলতে গিয়েছিল ৩২টি দেশ। সবারই প্রত্যাশা ছিল বিশ্বকাপের সোনালি ট্রফিটা জয়ের। তবে সেখানে ফেবারিট হিসেবে ছিল কয়েকটি নাম। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি এবং ফ্রান্স। নানা ঘটন-অঘটন পটিয়সির বিশ্বকাপ ছিল রাশিয়ার ২১তম আসর। গ্রুপ পর্বের শুরু থেকেই প্রতিটি ম্যাচেই বারুদ ছড়িয়েছিল রাশিয়া বিশ্বকাপ। গ্রুপ পর্বেই জার্মানির বিদায়, দ্বিতীয় রাউন্ড থেকে স্পেন, আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় বিশ্বকাপকে অনেকটাই প্রাণহীন করে দিয়েছিল।
কিন্তু ফাইনালে ফরাসী সৌরভ ছড়িয়ে যখন গ্রিজম্যান-এমবাপেরা বিশ্বকাপের ট্রফিটা হাতে তুলে নিলেন, তখন আরও একবার প্রমাণ হলো, ট্যলেন্ট ইজ টেম্পোরারি অ্যান্ড ক্লাস ইজ পারমানেন্ট। বিশ্বকাপ ফাইনালের চাপ ধরে রেখে, স্নায়ু শক্ত রেখে ম্যাচটা বের করে আনার মত ক্ষমতা এবং যোগ্যতা ছিল কেবল ফ্রান্সেরই। ক্রোয়েশিয়া হয়তো কিছু প্রতিবা দিয়ে আবেগ তৈরি করতে পেরেছিল। মাঠের খেলায়ও বেশ পারঙ্গমতা দেখিয়েছিল; কিন্তু দিন শেষে বিশ্বজয়ীর নাম ফ্রান্স। ফেবারিটের মতই জিতলো ফরাসিরা।