Daily Prothom Barta - Menu
বৈষম্য বিরোধী মামলায় যুবলীগের কর্মী রিপন ১ দিনের রিমান্ডে
শহর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা করা মামরায় যুবলীগের কর্মী ফারুক হোসেন রিপনকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ একটি আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী অফিসার এস আই সেলিম রেজা জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও বিস্ফোরন মামলা সুষ্ঠ তদন্তের জন্য ১ দিনের রিমান্ডে আনা হচ্ছে ফারুক হোসেন রিপনকে।
এছাড়া রিপনের বিরুদ্ধে হত্যা,চাদাবাজি, মারামারি ও প্রতরানাসহ ৯ টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার আব্দুর রহমানের পুত্র।
এলাকাবাসির জানান, ফারুক হোসেন রিপন ছিল মেয়রের লোক। সে পরিচয়ে শহীদ নগর, সৈয়দপুর এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাত।করত চাদাবাজি ও জমি দখল। আওয়ামী সরকার আমলে তাকে ভয়ে কিছু বলতে পারতো না।
এছাড়াও নিজ শ্বশুড় বাড়ীর লোকজনের উপর নিযার্তন কর। শ্বশুড়ের কাছে চাদাদাবি করতো। শ্বশুড় না পেরে মেয়ের জামাতার বিরুদ্ধে চাদাবাজী মামলা দায়ের করে।