Daily Prothom Barta - Menu
মাকে মাছ কাটতে ব্যস্ত রেখে নবজাতক নিয়ে পালিয়ে গেল অজ্ঞাত নারী
শহর প্রতিনিধি
প্রতিবেশী ভাড়াটিয়া সেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব এলাকা থেকে রায়হান নামে ৫ মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত মহিলা(৩৫)।
গত বছরের ২২ শে ডিসেম্বর সকাল ১০ টায় তারাব পৌরসভার অধীনে বরপা আড়িয়াব সাকিনস্থ মাহাবুব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি পিতার নাম নূর আমীন। এ বিষয়ে পিতা নূর আমিন নারী ও শিশু নির্যাতন আইনে বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধাবার দুপুরে রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবীর হোসেন জানান, রূপগঞ্জ তারাব এলাকার বরপা আড়িয়াব এলাকায় মাহাবুব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ভাড়াটিয় নূর আমীন। তার চার মাস ২০ দিন বয়সী এক ছেলে সন্তান ছিল। গত বছরের ডিসেম্বও সামে একজন অজ্ঞাত মহিলা নূর আমীনের পাশের বাড়িতে ভাড়া আসে। ওই মহিলা নূর আমীনকে ধর্মের ভাই বলে সম্বোধন করা শুরু করে পুরো পরিবারে সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গত বছরের ২২ শে ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় ওই মহিলা নূর আমীনের বাসায় এক কেজি কাচকি মাছ নিয়ে আসে। সে নূর আমীনের স্ত্রীকে বলে তার বাসায় মাছ কাটার মত বটি নেই । তাই একটু মাছ কাটতে এসেছে। তখন নূর আমীনের স্ত্রী ওই মহিলাকে শিশু বাচ্চা রায়হানকে দেখতে বলে নিজেই মাছ কাটতে চলে যায়। এই ফাঁকে ওই মহিলা বাচ্চা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জনান, বিষয়টি খুবই মর্মান্তিক। শিশু বাচ্চাটিকে না পেয়ে বাবা -মা পাগল প্রায়। এ ঘটনায় গত বছরের ২৬ শে ডিসেম্বর একটি মামলা হয়েছে। এলাকার সিটি টিভি ফুটেজ থেকে শিশু বচ্চা চুরি করা অজ্ঞাত নারীর ছবি যাওয়া গেছে।