Daily Prothom Barta - Menu
মাদকসহ শ্যালক গ্রেফতার বোন জামাই পলাতক
শহর প্রতিনিধি
মহানগর সিদ্ধিরগঞ্জ টেকপাড়া এলাকা থেকে এক মাদক বিক্রেতা গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে বুধবার রাতে শিমরাইল টেকপাড়া স্থ রাজীব ট্রন্সপোর্ট এজেন্সির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এসময় তার হেফাজত থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১০ বোতল ফেন্সিডিল ও ১০০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে।এসময় ইলিয়াস নামে অপর আর এক মাদক বিক্রিতা পালিয়ে গেছে।
নাঈম হাসান (৩০) শিমরাইল টেকপাড়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
ডিবির উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান,নাঈম হাসান দীর্ঘ যাবত মহানগর সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় খুচরা মাদক বিক্রি করে আসছিল ।নাঈম হাসান নামে এক মাদক বিক্রতা।বুধবার রাতে তাকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১০ বোতল ফেন্সিডিল ও ১০০ পুড়িয়া হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।এসময় ইলিয়াস নামে অপর এক মাদক বিক্রতা পালিয়ে গেছে।
তিনি আরো জানান, তারা চিহৃিত মাদক বিক্রিতা। তাদের বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে।