Daily Prothom Barta - Menu
মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বদের রুখে স্মার্ট সোনারগাঁ গড়তে চান সাংসদ কায়সার
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব রুখে দিয়ে স্মার্ট সোনারগাঁ গড়ে তুলতে চান। গত মঙ্গলবার রাতে রয়েল রিসোর্টে মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত শুনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংসদ কায়সার নিজেই সঞ্চালনা করেন। মতবিনিমিয় সভায় সকলের বক্তব্যেই মাদক, চাঁদাবাজি, মোগরাপাড়া চৌরাস্তার যানজট, অবৈধভাবে জমি, খাল, নদী দখল ও দুষণের বিষয়টি জোড়ালো ভাবে উঠে আসে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সোনারগাঁ সংঘের সভাপতি সিদ্দীক জোবায়ের, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার মো. ইব্রাহিমসহ সোনারগাঁয়ের সংবাদকর্মী, শিক্ষক প্রতিনিধি, আলেম-ওলামাদের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সোনারগাাঁ মাদকের অভয়ারন্য এমন অভিযোগ উঠলে মাদকের বিষয়ে সাংসদ কায়সার জিরো টলারেন্স ঘোষনা করে বলেন, আপনাদের এলাকায় কারা মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে দয়া করে আমাকে তাদের বিষয়ে তথ্য দিন। তথ্য দাতার পরিচয় গোপনা রাখা হবে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতা না করলে এ ব্যাধী থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব না। যুব সমাজই স্মার্ট সোনারগাঁ গড়ে তোলার প্রধান হাতিয়ার। তিনি বলেন,স্মার্ট সোনারগাঁ গড়তে তোলার পর সকল কৃতিত্ব আপনাদের হবে। আমার সম্মান ছাড়া কিছু নেওয়ার নেই। আমার কাছ থেকে আপনাদের নেওয়ার অনেক কিছুই আছে। আপনারা আমাকে কাজে লাগান। আমি তো আপনাদের দিব এ প্রতিশ্রæতি দিয়েই সংসদে গিয়েছি। তিনি তার বক্তব্যে বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিত্য দিনের যানজট। এ জানযট নিয়ে সকলের অভিযোগ। এ অভিযোগ থেকে পরিত্রাণ পেতে চাই। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনঃবাসন করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে। তাহলেই যানজট নিরসন হবে। এছাড়ও প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে অল্প সময়ের মধ্যে পরিকল্পনা করে কিভাবে এ অঞ্চলকে স্মার্ট সোনারগাঁ গড়ে তোলা যায় সে বিষয়ে কাজ শুরু করা হবে। পরিকল্পনা করে কাজ করা হলে খুব অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব হবে।