Daily Prothom Barta - Menu
মাদক মামলার সাজা প্রাপ্ত রনি গ্রেফতার
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের নলুয়া পাড়া এলাকা থেকে মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত রনি চেীধুরীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ ।
শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।এর আগে তাকে শুক্রবার রাতে নলুয়াপাড়া বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত রনি চৌধুরী (৩৯) শহরের নলুয়া পাড়া এলাকার মিলন চৌধুরীর ছেলে ।
থানা সূত্র জানা গেছে ,সাম্প্রতি মাদকের একটি মামলায় রনি চৌধুরী নামে নারায়ণগঞ্জ একটি আদালত ৭ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসে বিনাশ্রম কারাদন্ডে দন্ডি করা হয়।
সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, মাদকের একটি মামলার ৭ বছর সাজাপ্রাপ্ত রনি চৌধুরী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে ।এছাড়া ও তার বিরুদ্ধে আরো ৮ টি মামলা ওয়ারেন্ট ছিল ।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম