Daily Prothom Barta - Menu
রক্ষিতার হাতে সাত খন্ড হয় ব্যবসায়ী জসিম
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যা করে মরদেহ সাত টুকরো করে গুমের করার চেষ্টা ঘটনায় রুমা নমে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
এসময় তিনি আসামির বরাদ দিয়ে বলেন, গ্রেফতারকৃত নারীর সাথে মাসুমের অবৈধ সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার বলেন, শিল্পপতি জসীমউদ্দিন মাসুমের গতকাল ক্ষতবিক্ষত সাত টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক এর তদন্ত শুরু করে। গুলশান থানার একটি জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি। তার সাথে রুমা নামের এক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে। তিনি হত্যা করে মরদেহটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন।
তিনি বলেন, ঢাকা শেওড়াপাড়া একটি ফ্লাটি হত্যা কান্ডটি করেে। পরে বনানী একটি ফ্লাট থেকে ওই নারীর হেফাজত থেকে মরদেহের টুকরা ও এই কাজে ব্যাবহৃত চাপাতি এবং জামার টুকরো উদ্ধার করেছি।
এর আগে গত বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মাসুমের মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় তিনটি পলিথিন ব্যাগে একজনের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গেছে।