Daily Prothom Barta - Menu
রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া লাশের দুই মাসে ও পরিচয় মিলেনি
শহর প্রতিনিধি
ঢাকা মুন্সিগঞ্জ রোড়ের সৈয়দপুর এলাকা থেকে বস্তা বন্দি লাশের পরিচয় দুই মাসেও মিলেনি ।পুলিশ সারা দেশে বার্তা দিয়ে ও তথ্য প্রযুক্তি মাধ্যমেও তার কোন পরিচয় পায়নি ।
এামলা সূত্রে জানান গেছে , নারায়ণগঞ্জ সদর উপজেলার এলাকার চর সৈয়দপুর গোলচত্বর সংলগ্ন ঢাকা মুন্সিগঞ্জ রোড়ের পাশ থেকে বস্তা বন্দি গলা কাট ও হাত পা বাধাঁ অবস্থায় লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ ।পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাওে মর্গে পাঠানো হয় ।এসময় নিহতের পরনে ছিল লাল রংয়ের ফুল হাতা শার্ট ও ভেতওে ছিল লাল হলুদ চেকের র্টি শার্ট ও ছাই কালার চেক লুঙ্গি ।
মামলার তদন্তকারী অফিসার উপ-পরির্দশক মাহফুজ জানান, লাশ উদ্ধারের পর সারা দেশে বার্তা দেয়া হয়েছে ।এছাড়াও নিহতের পরিচয় জানার জন্য তথ্য প্রযুক্তি স্থানীয়দেও মধ্য খোজ খবর নেয়া হচ্ছে ।কোন পরিচয় পাওয়া গেলে ০১৭১১১৯৫৩৪৩ নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।