Daily Prothom Barta - Menu
শপথ নিলেন হোসিয়ারি সমিতির নির্বাচিত ১৮ পরিচালক


শহর প্রতিনিধি
নির্বাচনের দশদিন পর বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত ১৮ পরিচালক শপথ গ্রহণ করেছেন। সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু ও সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫ জন পরিচালক একত্রে শপথ পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। ওই সময় নির্বাচন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় হোসিয়ারি সমিতির অফিসে এই শপথ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে হোসিয়ারি সমিতির ২০২৫-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব শুরু করলো।
গত মঙ্গলবার বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালকদের বেয়ারা নির্বাচনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন।
গত ৩রা ফেব্রুয়ারি ৩৬জন প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণের মাধ্যমে ১৮জন পরিচালককে নির্বাচিত করেন হোসিয়ারি সমিতির ১১১৩জন ভোটাররা। এতে তাদের ভোট প্রয়োগে ১৮ জন পরিচালক পদে ১৫জন নির্বাচিত হন বদু প্যানেল। বাকি তিন পরিচালক পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়। বদু প্যানেলের নির্বাচিতরা হলেন, সাধারণ গ্রুপের বদিউজ্জামান বদু, মোঃ আব্দুল হাই, মিজানুর রহমান, মোঃ পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, মনির হোসেন, হাজী মোঃ শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মোঃ মাসুদুর রহমান, ফতেহ আলী রেজা রিপন ও বৈদ্যনাথ পোদ্দার। এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মোঃ নাছির শেখ, আব্দুস সোবহান, বিল্লাল হোসেন ও নাছিম আহম্মেদ।