Daily Prothom Barta - Menu
শপথ পাঠ করেছেন বন্দরের সদ্য নির্বাচিতরা—
বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয় শপথ গ্রহন করেছেন। সোমবার (১০ জুন) সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
তাঁদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
গত ৮ মে বন্দর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বন্দর ইউনিয়ন প্রয়াত আওয়ামীলীগ সভাপতি মো. শহিদুল্লাহ’র ছেলে মাইক প্রতীকের মোঃ আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন গত দুইবারের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন বন্দর উপজেলা আ’লীগ নেত্রী ছালিমা হোসেন শান্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপি নেত্রী মাহমুদা আক্তার।
গত ১৬ মে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের গেজেট প্রকাশিত হবে।