Daily Prothom Barta - Menu
শহরের বহুতল ভবন বসে মাদক বিক্রি কালে ডিবির জালে ফয়সাল
শহর প্রতিনিধি
নারায়নগঞ্জ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো: ফয়সাল শেখ (৩৭) নামে এক মাদক বিক্রিতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
মঙ্গরবার দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে ।এর আগে সোমবার রাতে সদর থানাধীন ১৫৩/৪ বঙ্গবন্দু রোড়স্থ বিপ্লব কুমার সাহার তিন তলা ভবনের ২য় তলা মাদক বিক্রি করা কালে তাকে হাতনাতে গ্রেফতার করা হয়েছে ।এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত ,মো: ফয়সাল শেখ ফতুল্লা থানার ১০২ /১ গলাচিপা কলেজ রোড় এলাকার আব্দুল মালেক শেখের ছেলে ।
জেলা ডিবির উপ-পরির্দশক মীর কায়েস জানান, দীর্ঘ দিন যাবৎ মো: ফয়সাল শেখ সদর থানাধীন ১৫৩/৪ বঙ্গবন্দু রোড়স্থ বিপ্লব কুমার সাহার তিন তলা ভবনের ২য় তলা অফিস ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছিল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফয়সাল শেখ মাদক বেচাকেনা করছে ।এসময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।তার দেখানো মতে তার নিজের অফিস থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় ।