Daily Prothom Barta - Menu
শ্রমিক ছাঁটাই ও মামলা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের শ্রমিক ছাঁটাই ও মামলা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে সড়ক অবরোধ করেছেন ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড-এর শ্রমিকরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার নয়ামাটি এলাকার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি করে।
শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি একটি আন্দোলনের কারণে ২৭ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশি হয়রানি চালানো হচ্ছে। পাশাপাশি গত মাসের বেতন পরিশোধ না করেই কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা দাবি জানিয়েছেন—মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফিরতে দিতে হবে ও বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, “শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলতে চায় না। তাদের বেতন পরিশোধ করা হয়নি, বরং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ইউরোটেক্স গার্মেন্টসের ভাঙচুরের ঘটনায় মালিকপক্ষ মামলা করেছে। শ্রমিকরা সেই মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি দাওয়া মেনে নেয়া হবে বলে জানালে তাদের অবরোধ তুলে নেয়া হয়ে।