Daily Prothom Barta - Menu
সিদ্ধিরগঞ্জে ওড়না পেচিয়ে স্ত্রী হত্যা : স্বামী আটক
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মো: রবিউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
আজ বুধবার (নাসিক) বিকেলে ২ নং ওয়ার্ডস্থ মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
নিহত নারী বরিশাল জেলার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: ওয়াসিম জানিয়েছেন, স্থানীয়দের বরাতে জানতে পারি ভিকটিম এবং তার স্বামী একই ঘরে অবস্থান করছিল এবং স্বামী তাকে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে ৯৯৯ এ ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি আর স্বামী রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি।
ওসি আল মামুন বলেন, স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম