Daily Prothom Barta - Menu
সীমান্ত হত্যায় ছিনতাইকারী চান্দি বাবু গ্রেপ্তার


শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের দেওভোগএলাকার বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় আরোএকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবু ওরফে চান্দি বাবু নামের ওই আসামীকে ১২ জানুয়ারী রবিবার ভোরে ফতুল্লা পঞ্চবটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতের বাবা মো. আলম পারভেজের দাবী হত্যাকান্ডে এ বাবুজড়িত। এ নিয়ে সীমান্ত হত্যায় তিনজনকে গ্রেপ্তার করা হলো জানিয়েছেন সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন।
১২ ডিসেম্বর ভোরে শহরেরদেওভোগের বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে যাওয়ারসময়ে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত।
তাকেউপুর্যপরি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর ঢাকামেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যান।
১৮ ডিসেম্বর কাশীপুর থেকে আকাশও গোপচর থেকে অনিক নামের দুইজনকে গ্রেপ্তারের পর হত্যাকা-ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুএবং লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম