Daily Prothom Barta - Menu
সেচ্ছাসেবকলীগের সমাবেশে থাকবেন এ কে এম শামীম ওসমান
সেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (৩১ জুলাই) বন্দরে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও শামীম ওসমানের আগমনকে কেন্দ্র করে বন্দরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগড় সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগড় সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন জানান, গত ২৭শে জুলাই সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাাবার্ষিকী উদযাপন করার জন্য ব্যপক প্রস্তুতি ছিল কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারনে ২৭শে জুলাইর পরিবর্তে ৩১শে জুলাই করা হয়েছে এবং আমাদের অনুষ্ঠান সূচি পূর্বেরটাই বহাল থাকবে। আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আমাদের সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা প্রধান অতিথিকে সাথে নিয়ে প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্মরনে পুষ্পস্থবক অর্পন করবে ।
সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, শামীম ওসমানের আগমনকে কেন্দ্র করে আমরা সংগঠনের নেতা কর্মী ও বন্দরবাসী ব্যপক প্রস্তুতি নিচ্ছি এবং সমাবেশ কে মহাসমাবেশে রুপান্তরিত করবো বলে আশা রাখি।#