Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ের ছোট বদি এসকে সজিবের ২ সহযোগি ইয়াবা ও ফেনসিডিলসহ আটক
সোনারগা প্রতিনিধি
প্রকাশ্যে মাদক বিক্রি করার সময় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কু-খ্যাত মাদক ডিলার যুবলীগ নেতা এসকে সজিব ওরফে ছোট বদির ২ সহযোগিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৩ জন পালিয়ে গেছে।
এ ঘটনার ডিবি উপ-পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান বাদী সোনারগা থানায় একটি মাদক দ্রব্য আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ে করেন।এর আগে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রয়ের নগদ ২৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল,ফয়সাল (৩০) সোনারগা থানার বাডিচিনিস এলাকার গুড সেলিমের ভাড়াটিয়া মোঃ মোক্তার হোসেনের ছেলে ও মোঃ দেলোয়ার হোসেন (৪১) একই এলাকার-মৃত রহমান আলীর ছেলে।
পলাতক আসামীরা হলো, আলম (৪২), সেলিম ②গুড় সেলিম (৪১), মামুন (৩৬), তারা সবাই সোনারগা থানার বাড়িচিনিস এলাকার বাসিন্দা।
ডিবি উপ-পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান জানান,
গত (২০জানুয়ারি)শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাড়িচিনিশ থেকে ফয়সাল ও দেলোয়ারকে আটক করা হয়।উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রয়ের নগদ ২৭০০ টাকা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজিব ওরফে ছোট বদির সহযোগি গুর সেলিম, আলম ও মামুন নামের ৩ মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানান,গ্রেফতারকৃতরা সবাই ছোট বদি হিসাবে পরিচিতি মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজিবের সহযোগি।তারা সজিবের নেতৃত্বে প্রকাশেই মাদক বিক্রি করত।রাজনৈতিক প্রভাব থাকায় ভয়ে কেউ কিছু বলত না।রাজনৈতিক প্রভাবে সে সোনারগায়ে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তুলেছে।
ডিবি পুলিশ আরো জানান, অপরাধী যত বড়ই হইক কেউ আইনে বাইরে না।একদিন না একদিন আইনের আওতায় আনা হবে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম