Logo

শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ভোর ৫:০৫

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী
সোনারগাঁয়ে অপহরণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামের এক ডেনমার্ক প্রবাসীকে অপহরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার আসামী সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া হত্যা মামলার ১৩৫নং আসামী। তবে রনি মোল্লার পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন।
মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে সামসুজ্জামান রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন।
পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর সাথে পূর্ব শত্রæতা চলে আসছিল। পরে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা  দায়ের করেন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে। তবে অপহৃত প্রবাসীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ আরো জানায়, গত ৪ আগষ্ট বিকেলে কাঁচপুর কলাপট্টি এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পন্ড করার জন্য ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এসময় কাঁচপুর বিসিকে কর্মরত মক্কা ইন্ড্রাষ্ট্রিজের শ্রমিক আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগষ্ট নিহতের মা কুলসুম বেগম ১৬৫জনের নাম উল্লেখসহ আরো ২শ থেকে ৩শ জনকে আসামী করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনিকে ১৩৫ নং আসামী করা হয়।
গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনির বড় ভাই মনির হোসেন মোল্লা বলেন, মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। যাদের কাছ থেকে রনি টাকা নিয়েছে তারাও তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মোহাম্মদ আলী প্রকাশ্যে আসার পর তাকে ডেকে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে অপহরণ করা হয়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, রনিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় শ্যান এরেস্ট দেখানো হবে।

ভিডিও

এ সম্পর্কিত আরো খবর...

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু শুক্রবার    সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি    সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুণে ১৪ দোকান পুড়ে ছাঁই    আড়াইহাজারে পারিবারিক কলহের জের একজনকে  পিটিয়ে হত্যা    বন্দরে রামনগরে দুই পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট সাবেক যুবদল নেতাসহ উভয় পক্ষের  আহত- ১০      বিপুল পরিমান মাদক সহ মোরছালিন গ্রেপ্তার    নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী    বন্দরে অচেতন করে কিশোরীর নগ্ন ভিডিও ধারণ, পালক পিতাকে পুলিশে সোপর্দ     সদস্য সচিব টিপুকে চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে দিগুবাবু বাজারে ব্যানার টানিয়েছেন বাজার ঐক্য সংগঠন    ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন    ইটভাটার ঝোপ থেকে মোঃ বাইজিদ আকন নামের ৯ বছর শিশুর লাশ উদ্ধার     বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার    সংস্কারের কথায় কান ঝালাপালা, কী সংস্কার করেছেন জানি না : মির্জা আব্বাস     নারায়ণগঞ্জে তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পলক    সোনারগাঁয়ে এসি’র কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ যুবক নিহত    ওমরা হজ্জ পালন করতে আবুল কালাম পরিবার    বন্দরে ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন     বন্দরে গ্রীন গার্ডেন পার্কে সন্ত্রাসী হামলা পার্ক মালিকসহ আহত- ৪    সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার    নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড