Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে বাস-অটো সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৩


সোনারগাঁ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের নিহত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিহতরা হলেন: গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার ৫ বছয়র বয়সী ছেলে আরিয়ান আহম্মেদ রাফি এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মহাসড়কের কাঁজপুর এলাকায় ঢাকাগামী লেনে একটি দ্রæত গতির বাসের সঙ্গে উল্টো পথে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো রিক্সায় থাকা মা-ছেলে ও অটো চালকের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম