Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিবাদ সভা
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। গতকাল রোববার বিকেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, পিরোজপুর ইউনিয়নের সমাজ সেবক মাসুম রানা, বারদী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি সাত্তার মেম্বার, ডা. রফিকুল ইসলাম, আব্দুল করিম মেম্বার ,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, নাসিরউদ্দিন মেম্বার, আবুল কাশেম, হাফেজ মো. বিল্লাল হোসেন , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা জজ মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, শান্তির বাজার কমিটির সদস্য গ্রাম্য চিকিৎসক খোকন, বাজার কমিটির সদস্য তাইজুল ইসলাম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, মারুফ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শান্তিরবাজারের ব্যবসায়ীসহ প্রায় ১০-১২টি গ্রামের মানুষ মাদক কারবারি, ডাকাত, ছিনতাইকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে৷ দিন দুপুরে ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ মূল্যবাম জিনিস পত্র লুট করে নিয়ে যায়। বক্তরা আরো বলেন, দিনে দুপুরে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে ঐক্যের বিকল্প নাই। বিএনপি আওয়ামীলীগসহ সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডাকাতি ছিনতাই প্রতিরোধ করতে হবে। ডাকাতি ও ছিনতাইয়ের রেকর্ড শুনলে এ এলাকায় মানুষ আত্মীয়তা করতে চায় না। বর্তমানে ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন। শান্তির বাজারের ব্যবসায়ীদের দাবি, শান্তির বাজারের শান্তি ফিরে পেতে হলে আড়াইহাজার উপজেলার বারৈ পাড়া গ্রামের আবদুল হকের ছেলে ইউনুস মিয়া, আব্দুল মতিনের ছেলে ফারুক, মান্দার পাড়া গ্রামের সবুজ ওরফে ফালান, বাস্তমবাগ গ্রামের হোসেন আলীর ছেলে শাওন, চেঙাকান্দি গ্রামের ইসলাম মিয়ার ছেলে জুয়েল ও সোহেলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের নেতৃত্বে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, বিকাশ, নগদ ও মোবাইল কোম্পানির প্রতিনিধি ও এনজিও প্রতিষ্ঠানের লোকজনের কাছ থেকে দিন দুপুরে টাকা পয়সা লুট করে নিয়ে যায়।