Daily Prothom Barta - Menu
সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেফতার পরে কারাগারে
সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত ||
Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
সোনারগা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে এক বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার বিকেলে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত আসামী পক্ষের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ২ রাতে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে আতাউর রহমানকে আটক করা হয়। আতাউর রহমান সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোগরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সোনারগাঁ থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে একজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী জানান, আতাউর রহমানের বিরুদ্ধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া বিচার সালিসের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসকল অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম