Logo

শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ভোর ৫:২২

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী
সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসা নিয়ন্ত্রন নিতে বিএনপির দুই নেতা মরিয়া
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
সোনারগা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকার বিএনপির দুই নেতা ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
 এ বাহিনীর ভয়ে শতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
 এছাড়াও ওই এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নিয়ন্ত্রনে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির দ্ইু নেতা। তারা দুজন সম্পর্কে আপন ভাই। একজন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ। অপরজন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। তাদের বিরুদ্ধে ওই এলাকার বিভিন্ন কোম্পানির মালিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। গত ৫আগষ্টের পর আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের প্রায় ৩৫টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
 এছাড়াও ওই গ্রামের আওয়ামীলীগের সমর্থকরা বাড়িতে আসলে তাদের ধরে ডাকাত আখ্যা দিয়ে পুলিশে সোপার্দ করার নজির রয়েছে। তাদের হুমকি থেকে বাদ যায়নি শিল্প প্রতিষ্ঠানের মালিকরাও।
 তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও শিল্প মালিকরা।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলার আতংকে আত্মগোপনে চলে যায়। এসুযোগে আওয়ামীলীগ নেতা-কর্মীদের শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। তবে সবচেয়ে বেশী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আষাঢ়ীয়ারচর গ্রামের আওয়ামীলীগ কর্মী ব্যবসায়ী শফিকুল ইসলাম, শাহজালাল, উজ্জল, মারফত আলীর বাড়ি, শাহ আলমের হোটেল, শহর আলীর ঔষধের দোকান, আহসান উল্লাহর দোকান, জসিম উদ্দিনের বাড়ির রড ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আব্দুস সোবহানের ছেলে রেজেয়ানের মোটর সাইকেল।
 হামলাকারীরা আবু বকর সিদ্দিকের ৬টি ড্রাম ট্রাকের ব্যাটারি লুট করে নিয়ে যায়। তাছাড়া মেঘনা গ্রæপের সিরামিক ফ্যাক্টুরি, আল মোস্তফা গ্রæপের স্টার ক্যাবল ও আনন্দ শিপইয়ার্ডের জুট ব্যবসা নিয়ন্ত্রনে নিতে না পেরে তারা তাদের ব্যবহৃর যানবাহনে লোডিং আনলোডিংয়ে ক্ষেত্রে চাঁদা আদায় করে। তাছাড়া আনন্দ শিপইয়ার্ডের ইউনিট-২ এর জমিও দখলে নেওয়ার চেষ্টা তাদের বাহিনী।
শিল্প মালিকদের দাবি, আওয়ামীলীগ সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেছে আব্দুর রউফ ও আব্দুল জলিলের নেতৃত্বে একদল বিএনপির নেতাকর্মী। তারা কোম্পানিতে গিয়ে ঝুট তাদের মাধ্যমে বিক্রির জন্য হুমকি দিয়েছে। ঝুট না দিলেই কোম্পানিকে ভূমিদস্যু ট্যাগ লাগিয়ে তাদের লোকজন দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করিয়ে থাকে। এতে করে প্রশাসনিকভাবে কোম্পানিগুলোকে হয়রানীর শিকার হতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে আনন্দ শিপইয়ার্ডের একজন কর্মকর্তা জানান, সরকার পতনের পর থেকে বিএনপি নেতা দুই ভাই বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বাহিনী দিয়ে থাদের শিল্প প্রতিষ্ঠানের জমি দখলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ট শিল্প মালিকরা।
এলাকাবাসীর দাবী, আষাঢ়ীয়ারচর গ্রামে বিএনপি নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিলের নেতৃত্বে  ২৫-৩০টি বাড়ি-ঘর হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
 তাদের ভাগিনা ডাকাত দলের সদস্য আব্দুল আজিজ ও সেলিমকে দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। এছাড়াও রাতের আধারে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের নেতৃত্ব দেয় তারা। বিএনপির এক প্রভাবশালী নেতা তাদের দুই ভাইকে শেল্টার দিয়ে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তাদের নেতৃত্বে শ্রমিকলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম ও যুবলীগ কর্মী মেহেদী হাসানকে কুপিয়ে নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী জানায়, বিএনপি নেতা আব্দুল রউফ পক্ষাঘাতগ্রস্থ হলেও তার নির্দেশে ছোট ভাই জলিল ও ভাগিনা আজিজ ও সেলিমের নেতৃত্বে সকল অপকর্ম সংগঠিত করে। শিল্প প্রতিষ্ঠানের যানবাহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে থাকে।
অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, কারো বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগের কোন সত্যতা নাই। শিল্প প্রতিষ্ঠানের চাঁদাবাজি ও নিয়ন্ত্রনে নেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেছেন। তিনি দুই কোম্পানির নামে জমি দখল ও পাওনা টাকা আদায়ে মামলা দায়ের করেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, বিষয়গুলো আমাদের জানা নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিও

এ সম্পর্কিত আরো খবর...

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু শুক্রবার    সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি    সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুণে ১৪ দোকান পুড়ে ছাঁই    আড়াইহাজারে পারিবারিক কলহের জের একজনকে  পিটিয়ে হত্যা    বন্দরে রামনগরে দুই পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট সাবেক যুবদল নেতাসহ উভয় পক্ষের  আহত- ১০      বিপুল পরিমান মাদক সহ মোরছালিন গ্রেপ্তার    নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী জেলা কমিটির সংগঠকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী    বন্দরে অচেতন করে কিশোরীর নগ্ন ভিডিও ধারণ, পালক পিতাকে পুলিশে সোপর্দ     সদস্য সচিব টিপুকে চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে দিগুবাবু বাজারে ব্যানার টানিয়েছেন বাজার ঐক্য সংগঠন    ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন    ইটভাটার ঝোপ থেকে মোঃ বাইজিদ আকন নামের ৯ বছর শিশুর লাশ উদ্ধার     বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার    সংস্কারের কথায় কান ঝালাপালা, কী সংস্কার করেছেন জানি না : মির্জা আব্বাস     নারায়ণগঞ্জে তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পলক    সোনারগাঁয়ে এসি’র কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ যুবক নিহত    ওমরা হজ্জ পালন করতে আবুল কালাম পরিবার    বন্দরে ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন     বন্দরে গ্রীন গার্ডেন পার্কে সন্ত্রাসী হামলা পার্ক মালিকসহ আহত- ৪    সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার    নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড