Daily Prothom Barta - Menu
স্বজনদের কু-পরার্মশে স্বামীর সর্ম্পদ আত্মসাতের চেষ্ঠা স্ত্রীর :অবৈধ ব্যবসা ও নেশাখোর পিতা পুত্রসহ ৫ জনের বিরুদ্ধে থানা ও এস পি অফিসে অভিযোগ


শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর বাজার এলাকায় মোসাম্মদৎ লামিয়া ইসলাম তার মা,ভাই ও স্বজনদের কু-পরার্মশে ব্যবসায়ী স্বামী মনিরুল ইসলামের সর্ম্পদ আত্মসাতের চেষ্ঠাও অবৈধ হুন্ডি ,কর ফাকিঁ দিয়ে বিদেশি পন্য মুজুদ করে বিক্রি নেশাখোর পিতা পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফতুল্লা মডেল থানা ও এস পি অফিসে দুইটি অভিযোগ করেছে।
গত সোমবার (১৫ এপ্রিল) বিকালে ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ও মঙ্গলবার বিকালে (১৬ এপ্রিল )বিকালে কালা মিঞা বাদী হয়ে পুলিশ সুপার কার্যলয়ে এ অভিযোগ দায়ের করে ।
অভিযুক্তরা হলেন , জিয়াসমিন ডলি (৪৫) ফতুল্লা মডেল থানার আফাজনগর এলাকার মৃত.মহিউদ্দিনের স্ত্রী একাই বাসিন্দা মো: নুরুল ইসলাম (৫০), সাকিব (৩০) ,নুরুল হক ইমন (৪৫) ও মোসাম্মদৎ লামিয়া ইসলাম (২৯) ।
থানার অভিযোগে জানা গেছে, ইসলামী শরীয়ত মোতাবেক ১৪ বছর পূর্বে মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর এলাকার বর্তমান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা মাসদাইর শেরে বাংলা লিংক রোড় এলাকা মো: মনিরুল ইসলামের সাথে মোসাম্মদৎ লামিয়া ইসলামের বিবাহ হয় ।তার পর থেকে স্ত্রীর মোসাম্মদৎ লামিয়া ইসলাম পরিবার আর্থিক স্বচ্ছল না থাকায় বিভিন্ন সময় সামজিক ভাবে মর্যাদা র্মযায়ত করা লক্ষ্যে আর্থিক সহয়তা করি থাকে ।এর মধ্যে তাদের ঘরে ৪টি সন্তান জম্ম গ্রহন করে ।২টি ছেলে ও ২টি কন্যা সন্তান হয় ।বিভিন্ন সময় মোসাম্মদৎ লামিয়া ইসলাম তার মা ও ভাই আত্মীয় স্বজনের কু-পরার্মশে পরিবারে অশান্তি সৃস্টি করে ।ইতিমধ্যে গত ১০ এপ্রিল রাত ৮ দিকে সন্তানদের রেখে আমাকে হুমকি দিয়ে তার বাপের বাড়ী চলে ।এমন কি সন্তানদের তার মায়ের সাথে দেখা করতে দেয় না ।এমন অবস্তায় আমি ও আমার সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি ।
ফতুল্লা মডেল থানার ইন্সেপেক্টর মাসুদ রানা জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি ।তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে ।
পুলিশ সুপারের অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪৮/৩ গলাচিপা মাসদাইর বাজার নূহা ফয়েজুর রহমান গার্ডেনে প্রতি নিয়ত মাদকের হাট বসে ।ওখানে মাদক সেবন ও বেচাকেনা চলে ।এ নেতৃত্বে দেন মো: সাকিব ভ’ইয়া ও তার সৎ পিতা নুরুল ইসলাম ।তাদের মাদক সেবনের কালো ধুয়ায় সমগ্র মাসদাইর বাজার বাসি অতিষ্ঠ হয়ে পড়েছে ।পবিত্র রমজান মাসেও বেহাহিপনা হতে কেউ রেহাই পায়নি ।পাশাপাশি নুরুল ইসলাম ও তার ছেলে অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে ।যা তদন্ত করলে বেড়িয়ে আসবে ।
কালা মিয়ার দাবি , জেলা পুলিশ সুপার সততা ,নিষ্ঠা ও কর্মপরায়নতা নারায়ণগঞ্জবাসি ওয়াকিবহাল ।তাই মাসদাইর বাজারের শান্তিপ্রিয় এলাকাবাসি আপনার সদয় হস্তক্ষেপ একান্ত ভাবে কামনা করে ।