Daily Prothom Barta - Menu
স্বাধীনতা দিবসে খেলাঘর আসরের পতাকা র্যালি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে পতাকা র্যালি করেছে শিশু সংগঠন খেলাঘর আসর । সোমবার সকালে নগরীরর চাষাঢ়া সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা র্যালিটি বের হয়ে নিতাইগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পতাকা র্যালিতে শিশুদের সাথে স্থানীয় সামাজিক , সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়। এর আগে স্বধীনতা দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবতি, সাধারন সম্পাদক ফারুক মহসিনসহ অনেকে। এদিকে সকালে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে বিভিন্ন স্কুলে কলেজ ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও শাররিক কষরদ প্রদর্শন করে । শিক্ষার্থীদের অভিবাধন গ্রহন করে জেলা প্রশাসক রাব্বি মিয়া, ও পুলিশ সুপার মঈনুল হক। পরে সকাল ৮ আটা এক সাথে জাতীয় সঙ্গীত পরিবশেন করা হয়। ##
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম