Daily Prothom Barta - Menu
হোটেলে বসে মাদক বিক্রি গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৫০০ ইয়াবা ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড জান্নাত হোটেল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, মোহাম্মদ আমির হোসেন পটুয়াখালী জেলার হরিদাপুর এলাকার পিতা আবুল হোসেন এর ছেলে। ২।মোঃ রোমান (৩২) গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার পিতা মোঃ ওমর ফারুক এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এটি একটি বিশাল চক্র। ওই চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড জান্নাত হোটেল এর সামনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২মাদক কারবারিকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।