Daily Prothom Barta - Menu
হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ শহরের হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোদন উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্টে সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেনঃ
হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠন। হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য মানব সেবা, সমাজের কিছু উদ্যমী তরুণদের নিয়ে এই ক্লাবটি গঠন করা হয়। বর্তমানে মাদক ও নানা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, তাই এই যুব সমাজের সামাজিক দায়বদ্ধতার কারণেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয় । যাতে করে সমাজের অবহেলিত নিপীড়িত মানুষ কে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই মূল লক্ষ্য। উক্ত ক্লাবের সদস্যরা ইতিমধ্যে ৩০ জন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছেন সেইসাথে অসহায় মানুষদের রান্না করে খাবার বিতরণ করেছেন। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে সকল সদস্যদের জন্য দোয়া ও সামর্থ্য অনুযায়ী বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করেন বক্তারা। #