Daily Prothom Barta - Menu

সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য ||
Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিনিধি:
বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর সিসি ক্যামারা ভেঙ্গে ফেলার জের ধরে একটি পাট বোঝাই ট্রাক ২ দিন আটক রাখার পর অগ্নিসংযোগ করে ২০ লাখ টাকা পাট ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে উল্লেখিত সেতুর টোল ইজারাদার ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ্য ট্রাক চালক আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় দিকে ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক যোগে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জ কাশিপুর ইয়াছিন জুট মিলে দিকে রওনা দেই। পরে ভোর সাড়ে ৩টায় সময় পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে আসলে ওই সময় অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরা ভেঙ্গে যায়। পরে উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা আমার সাথে মারমুখী আচরন করে গাড়ী চাবি ও কাগজপত্র জোর পূর্বক রেখে দেয়। পরে ক্ষতিপুরন বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা দাবি করে ২ দিন ধরে পাট বোঝাই ট্রাকটি আটক রাখে। ক্ষতিপুরনের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোলপ্লাজায় নিয়জিত কর্মচারিরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
ক্ষতিগ্রস্থ্য ট্রাক চালক আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় দিকে ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক যোগে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জ কাশিপুর ইয়াছিন জুট মিলে দিকে রওনা দেই। পরে ভোর সাড়ে ৩টায় সময় পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে আসলে ওই সময় অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরা ভেঙ্গে যায়। পরে উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা আমার সাথে মারমুখী আচরন করে গাড়ী চাবি ও কাগজপত্র জোর পূর্বক রেখে দেয়। পরে ক্ষতিপুরন বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা দাবি করে ২ দিন ধরে পাট বোঝাই ট্রাকটি আটক রাখে। ক্ষতিপুরনের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোলপ্লাজায় নিয়জিত কর্মচারিরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পাট মালিক সুজিত সাহা জানান, অগ্নিকান্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
ভিডিও
...অন্যান্য বিভাগের আরো কিছু খবর...
শিরোনাম