Daily Prothom Barta - Menu
সড়ক বললে ভূল করা হবে
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর দাঁশেরগাও হতে প্রেমতলা পর্যন্ত একমাত্র রাস্তাটি র্দীঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। দাসেরগাঁ থেকে প্রেমতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি র্দীঘ দিন সংস্কার কাজ না হওয়ায় সম্পূর্ন সড়ক জুড়ে ছোট বড় খানা খন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ গর্তে ও খানা খন্দকে বৃষ্টির পানি জমে থাকার কারনে যে কেউ দেখে মনে করবে এইটি সড়ক নয় যেন খাল অথবা জলাভুমি। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন মুছাপুর ইউনিয়নস্থ দাঁশের গাও ও প্রেমতলাসহ এর আশে পাশের হাজার হাজার লোকজন।
অপর দিকে মালামাল পরিবহন করতে না পেরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ওই এলাকার ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান। রাস্তার বেহাল অবস্থা থাকার কারনে ছাত্র/ছাত্রীরা যানবাহন না পেয়ে পায়ে হেঁটে স্কুল ও মাদ্রাসা যাওয়া আসা করতে দেখা যাচ্ছে। এলাকাবাসী জানান, মুছাপুর ইউনিয়নের দাঁশেরগাও হইতে প্রেমতলা এলাকাতে প্রচুর পরিমানে ইটভাটা নির্মানের কারনে ওই রাস্তা দিয়ে ইট বোঝাই ট্রাকের আনাগোনা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই কারনেই রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে বেহাল এই সড়কে চলাচল করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। তারা আরো জানান, এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।#