Daily Prothom Barta - Menu
আজ আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন: সকল প্রস্তুতি সম্পন্ন
আজ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন এর রিটানিং অফিসারের কার্যালয় হতে মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোট সামগ্রী প্রেরন করা হয়েছে।
আড়াইহাজার পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি ভোট কেন্দ্র ও গোপালদী পৌরসভার নয়টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে স্ব-স্ব প্রিসাইর্ডিং অফিসারের নেতৃত্বে ভোট গ্রহনের দায়িত্বরত কর্মকর্তারা এবং কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নেন। ভোট কেন্দ্র গুলোর আশে পাশে ও সড়কগুলোতে বিজিবি,র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও আড়াইহাজার পৌরসভার নয়টি ভোট কেন্দ্র ও গোপালদী পৌরসভার চারটি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রকে ঘিরে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারী রয়েছে।
আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ফয়সল কাদের জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং প্রতিটি ভোট কেন্দ্রকে ঘিরে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট এর নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী ও মোবাইল কোর্ট কাজ করছেন।
অপরদিকে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ইতিমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার সহ সমস্ত সামগ্রী প্রেরন করা হয়েছে। সুষ্ঠু ও অবাদ নির্বাচনের লক্ষে ভোট কেন্দ্রে ও এর আশেপাশে আইন শৃংখালা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা উৎসব মুখর পরিবেশে ভাল একটি নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।#