Daily Prothom Barta - Menu
বন্দরের মালিবাগে যুবকের রহস্যজনক মৃত্যু
বন্দর উপজেলাধীন মুছাপুর ইউপির মালিবাগ এলাকা থেকে বুধবার সকালে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মৃত নজরুল ইসলাম অত্র উপজেলার মুছাপুর ইউপি’র মালিবাগ মোল্লাবাড়ি’র হাবিব উল্লা’র ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ২৪ জুলাই মঙ্গলবার রাতের খাবার শেষে নজরুল তার ঘরে ঘুমোতে যায়। ভোরে ফজর নামাজ পড়ার জন্য তার বাবা তাকে ডাকতে গিয়ে তাকে ঘরে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে স্থানীয় এক লোক ঘাস কাটতে গিয়ে নজরুলের লাশ পানিতে ভাঁসতে দেখে স্থানীয়দের বিষয়টি জানায় এবং তাদের বাড়ির দক্ষিন পাশে ও বাশার পেপার মিলের উত্তর পাশে জনৈক ফজলুল হকের পতিত জমিতে জমাটবাধা পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি শাহীন মন্ডল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
এ ঘটনার দিন গতকাল মৃত নজরুলের বড় ভাই ইব্রাহিম মোল্লা (৩২) বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে।#