Daily Prothom Barta - Menu
নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল রবির এসআর মোঃ সাঈদ গাজীর
নারায়ণগঞ্জের নিখোঁজের অভিযোগের ২৫ দিন পর রবি কোম্পানীর এস আর মোঃ সাঈদ গাজীকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে নিখোঁজের ১৮ দিন পর (২২ জুলাই) তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে ২ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন তার মা হোসনে আরা। সোমবার (৩০ জুলাই) ভোরে তাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার রায়পুরা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মোঃ সাঈদ গাজী সদর উপজেলার শহীদনগর এলাকার আজিজ মিয়ার ভাড়টিয়া মোস্তফা গাজীর ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, সাঈদ গাজীর বরাত দিয়ে জানান, উদ্ধার হওয়ার পরে সাঈদ গাজী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি সে নিজেই আত্মগোপনে ছিল। মূলত তার কাছ থেকে রবি কোম্পানী ও কিছু মানুষ টাকা পেত। সেই টাকার চাপ থেকেই সে নিজে আত্মগোপনে যান। পরে সেখানে গিয়ে একটি কাজও জোগাড় করেন তিনি। এরপর তিনি ভারতে পালিয়ে যাবার জন্য সেখানে থাকা তার বন্ধু হরিদাস চন্দ্র পালের সঙ্গে যোগাযোগও করেন।
এর আগে রবি কোম্পানীর ডিআইটিস্থ কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিনের মত ৪ জুলাই সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মোঃ সাঈদ গাজী। নিখোঁজ থাকার ১৮ দিন পর সাঈদ গাজীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে দুই জনের নাম উল্লেখ করে তার মা হোসনে আরা রোববার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারনামীয় দুই আসামীকে ২২ জুলাই রাতে শহরের তামাকপট্টি এলাকা থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তামাকপট্টি এলাকার শফি মিয়ার ছেলে মোঃ জুয়েল (৩০) ও একই এলাকার জুবায়ের মিয়ার ছেলে লিখন (৩২)। #