Daily Prothom Barta - Menu
স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যাকান্ড: ‘বড়ভাই’ মামুন ২ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষকে ৭ টুকরো করে হত্যার মামলায় গ্রেফতারকৃত বড় ভাই খ্যাত আবদুল্লাহ আল মোল্লা মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেফতারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে মামলাটির তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রবীর ও স্বপন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষকে হত্যা মামলায় আবদুল্লাহ আল মোল্লা মামুনকে শ্যোন এরেষ্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মফিজুল ইসলাম আরো জানান, গত ১৪ জুলাই স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষকে ৭ টুকরো করে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল গ্রেফতারকৃত ঘাতক বন্ধু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ। ১৭ জুলাই পিন্টুর সহযোগী বাপান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল। ২১ দিন নিখোঁজ থাকার পরে গত ৯ জুলাই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষের খন্ডিত লাশের ৫ টুকরো উদ্ধার করা হয়। ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো পিন্টু দেবনাথ। পরদিন ১০ জুলাই পার্শ্ববর্তী ড্রেন থেকে আরো দুই টুকরো উদ্ধার করা হয়। স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষ কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ ঘোষের পুত্র। ঘাতক পিন্টু দেবনাথের পক্ষ নিয়ে বিভিন্ন জনকে হুমকী ধমকী ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ছিল মোল্লা মামুনের বিরুদ্ধে। #