Daily Prothom Barta - Menu
নতুন পুলিশ সুপার হচ্ছেন আনিসুর রহমান: বদলী হচ্ছেন মঈনুল হক
যশোরের পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বিপিএম,পিপিএম । আর নারায়ণগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিতে যাচ্ছেন মো: আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)। তাঁরা দু’জনেই বিসিএস ২০তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এবং দু’জনেই ২০০১ সালের ৩১ মে চাকরীতে প্রবেশ করেন। বুধবার (১ আগস্ট) স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোরের পুলিশ সুপারসহ ১১ জন পুলিশ সুপার পদে রদবদল করেছেন।
জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিতে যাওয়া মো: আনিসুর রহমান মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালের ৩১ মে চাকরীতে প্রবেশ করেন। তিনি যশোরে পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার শংকরপাশা এলাকায়।
বিদায়ী পুলিশ সুপার মঈনুল হক ১৯৭০ সালের ২৯ ডিসেম্বর পটুয়াখালী জেলায় জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০তম বিসিএস এর চৌকশ এই পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। রাস্ট্রপতি পদকও পেয়েছেন কাজের স্বীকৃতিস্বরূপ। গত দুই বছর নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করে সফলতার দ্বারপ্রান্তে পৌছে গেছেন তিনি। নারায়ণগঞ্জবাসী তাকে অনেকদিন মনে রাখবে। তার নেতৃত্বে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটিত হয়েছে।#