Daily Prothom Barta - Menu
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ মিজানুর রহমান
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বন্দরের মদনপুরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। ৩১ জুলাই ২০১৮ নারায়ণগঞ্জ ক্লাবে জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম তার হাতে সম্মানসূচক ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
মিজানুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কেরনখাল গ্রামের আলহাজ্ব আবদুল মিয়া মাষ্টারের বড় ছেলে । বর্তমানে তিনি নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ সাফল্যে তিনি তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের নিকট দোয়া কামনা করেছেন। তার এ সাফল্যের খবরে কলেজের গভর্নিং বডির সদস্য, কলেজের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, নিয়োজিত কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন এবং তার সর্বাঙ্গিন সফলতা কামনা করেছেন।#